fbpx
হোম আন্তর্জাতিক ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ
ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ

ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ

0

ইসরাইলের নতুন বিমানবাহিনীর প্রধান জানিয়েছেন, ‘আগামীকালের’ মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় তাদের হামলা চালানোর সক্ষমতা আছে। ২০২২ সালের এপ্রিল থেকে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজন হলে আগামীকালের মধ্যেই ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারবে। আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে, এবং আমার কাঁধ ইতোমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে।

ইসরাইলের আগামী দিনের এই বিমান বাহিনী প্রধান জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ইসরাইল সফলভাবে ধ্বংস করে দিতে পারবে। তবে ইসরাইল তেহরানে হামলা চালালে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ বসে থাকবে না সেটাও ভালো করে জানেন টোমার বার। খোলাখুলিভাবে তিনি সেই কথাও বলেছেন। টোমার বার বিশ্বাস করেন, তার দেশ ইরানে হামলা চালালে তেহরান সমর্থিত শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ তেল আবিবে আক্রমণ করবে।

তার কথায়, আমাকে ধারণা করতে হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সেখানে স্বাভাবিকভাবে হিজবুল্লাহর মহাসচিব হাসান নসরুল্লাহও থাকবেন। ইসরাইলে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ ইরানের নির্দেশের অপেক্ষায় আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

টোমার বার বলেন, ইরানে হামলা চালালে এরমধ্যে হিজবুল্লাহ উপস্থিত থাকবে না; এমন হওয়া অসম্ভব। সশস্ত্র সংগঠনটি সর্ব শক্তি দিয়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে উল্লেখ করে ইসরাইলের নতুন মনোনীত বিমান বাহিনী প্রধান বলেন, হিজবুল্লাহকে মোকাবেলার জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে।

টোমার বার জোর দিয়ে বলেন, লেবানের সঙ্গে তৃতীয় যুদ্ধে ইসরাইল জয় পাবে। ইসরাইলের ক্ষমতা হিজবুল্লাহ কল্পনা করতে পারে না। তারা (হিজবুল্লাহ) সম্ভবত বিশেষ বাহিনী আনতে চাইবে এবং আমাদের নিজস্ব ফ্রন্টে গুলি করবে। কিন্তু আমরা এখন আর এই পর্যায়ে নেই। এই বার কম সময় এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতিতে আমরা নির্ভেজাল বিজয় চাই।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *