fbpx
হোম আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইব্রাহিম রায়িসি
ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইব্রাহিম রায়িসি

0

টানা ১৯ ঘণ্টাব্যাপী ভোট গ্রহণ শেষে গতরাত দুইটার পর থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ৯০ শতাংশ ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৭৮ লাখ ভোট (৬২.২৩%)। এর ফলে বলায় যায় আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইরানের ১৩তম প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। ওনার নিকটতম মোহসেন রেজায়ী পেয়েছেন ৩৩ লাখ (১১.৫৩%) ভোট।

এমন ফলাফলে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ইরানের দুই মেয়াদে থাকা প্রেসিডেন্ট ড. হাসান রুহানী। এছাড়াও ওনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়ি, আবদুন নাসের হেম্মাতি ও আমির হোসেন কাজিজাদেহ হাশেমি।

ইরানের এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭জন। এর মাঝে ২ কোটি ৮৬ লাখ ভোটার ভোট প্রদান করেন।

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ওনার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, দুর্নীতি দমনে প্রদক্ষেপ, দারিদ্র ও বৈষম্য দূরীকরণ, পরমাণু চুক্তিতে ফেরা এবং যুব বেকারত্ব কমানো এ বিষয়গুলোকে প্রাধান্য দিবেন। এখন দেখার বিষয় পশ্চিমা বিশ্বের অবরোধের মুখে ওনি কিভাবে ইরানকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *