fbpx
হোম বিনোদন ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করার দায়িত্ব সবারই
ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করার দায়িত্ব সবারই

ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করার দায়িত্ব সবারই

0

এখন থেকে নিয়মিত প্রযোজনা করার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এবার দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে ‘ডিজিটাল মেশিন’ বসানোর উদ্যোগ নিয়েছেন তিনি। কোরবানির ঈদ থেকেই ‘এসকে বিগ স্ক্রিন’ নামে এসব ডিজিটাল মেশিন বসানোর কাজ শুরু হবে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করার দায়িত্ব সবারই। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি, করছি। এবারের অত্যাধুনিক প্রজেকশন মেশিন বসানোর উদ্যোগ সাধারণ প্রযোজকদের কথা ভেবেই। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। ঈদুল আজহা থেকেই হলগুলোতে এসব মেশিনের সুফল ভোগ করবেন সবাই।

শকিব খান আরো বলেন, বর্তমান স্ক্রিনগুলোতে ছবির আসল রঙ এবং শব্দ পাওয়া যায় না। এতে অনেক বড় বাজেটের এবং ভালোমানের ছবি দেখতে গেলেও দর্শক বিরক্ত হন। যার ফলে সাধারণ প্রযোজক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই আমার নতুন এই উদ্যোগ। শুধু ব্যবসায়িক ভাবনা থেকে এটা করার সিদ্ধান্ত নিইনি। চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করছি। একজন প্রযোজক সিনেমায় কোটি কোটি টাকা লগ্নি করেন। অথচ দুর্বল প্রজেকশন মেশিনের কারণে দর্শকরা আনন্দ নিয়ে ছবিটি দেখতে পারেন না। আর এ কারণেই আমার এই উদ্যোগ নেওয়া।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *