fbpx
হোম আন্তর্জাতিক ইদলিবে ভয়াবহ যুদ্ধ চলছে
ইদলিবে ভয়াবহ যুদ্ধ চলছে

ইদলিবে ভয়াবহ যুদ্ধ চলছে

0

সিরিয়ার আসাদ সরকারের যুদ্ধবিমান এল-৩৯ ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি ভূপাতিত করা অপারেশন স্প্রিং শিল্ডের একটি অংশ।

এর আগে রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়েছিল, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধবিমান-২৪ ভূপাতিত করা হয়েছে।

উল্লেখ্য, তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী সংগঠনগুলোর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ অঞ্চল ইদলিব। সিরিয়ার বাকি অংশে নিয়ন্ত্রণ নিশ্চিতের পর এবার ইদলিবের নিয়ন্ত্রণ নিতে মরিয়া দেশটির সরকার। দীর্ঘ ৯ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে একের পর এক জয় পেয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুদ্ধের প্রথম দিকে কোনঠাসা অবস্থায় পড়ে গেলেও মিত্র রাশিয়া ও ইরানের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছেন বাশার আল-আসাদ। সমগ্র সিরিয়ার নিয়ন্ত্রণ চলে এসেছে তার হাতে। বাকি শুধু ইদলিব। এখন সেটি দখলে সর্বাত্মক অভিযান পরিচালনা করেছে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনী। গত একমাসে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নিয়েছে গুরুত্বপূর্ন শহর ও গ্রামগুলো।

তবে তুরস্কের সাহায্যে সেখানে ভাল জবাবও দিচ্ছে বিদ্রোহী দলগুলোও। তুরস্কের ড্রোন ব্যবহার করে আসাদ বাহিনীকে কয়েকটি ক্ষেত্রে পিছু হটতে বাধ্য করেছে বিদ্রোহীরা।

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *