fbpx
হোম বিনোদন ইত্যাদিখ্যাত শিল্পী আকবরের কণ্ঠে ইসলামী গান ‘নামাজ’
ইত্যাদিখ্যাত শিল্পী আকবরের কণ্ঠে ইসলামী গান ‘নামাজ’

ইত্যাদিখ্যাত শিল্পী আকবরের কণ্ঠে ইসলামী গান ‘নামাজ’

0

জীবনের প্রথম ইসলামী গানে কণ্ঠ দিলেন ইত্যাদিখ্যাত সঙ্গীতশিল্পী আকবর। বেশ কয়েকদিন আগে নিজের ফেসবুকে ছবি শেয়ার করে এই তথ্য জানান আকবর।

তিনি তার পোষ্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্ আজ আমার ইসলামিক গানের শুটিং শেষ হলো। আশা করছি সুস্থ হবার পর আপনাদের ভালো একটা গান উপহার দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন’।

গানটির ভিডিও ইতোমধ্যে বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ‘নামাজ’ শিরোনামের ইসলামি গানটি ‘লিরিক ফর সোল লিমিটেড’র ব্যানারে প্রকাশিত হবে।গানটির কথা ও সুর স্বপন আহসান।

শিল্পী আকবর জানান, সুস্থ হওয়ার পর এই গানটা করে খুব ভালো লেগেছে। গানের কথা ও সুর অসম্ভব সুন্দর। আশা করি আমার শ্রোতাদেরও ভীষণ ভালো লাগবে। এই গানের মাধ্যমে মানুষের ভিতরে থাকা অসুস্থ মনকে ভালোর পথে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। সেখানে টুকটাক গানও করতেন। তবে গান নিয়ে ছোটবেলা থেকে হাতেখড়ি ছিল না। আকবরের ভরাট কণ্ঠের গানের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়ে বাগেরহাটের এক ভদ্রলোকের দৃষ্টি কাড়েন। মুগ্ধ হন তিনি।

তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছরই ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের এ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। এরপর আকবরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি গায়ক পরিচয়ে পরিচিতি পান। পরে আকবরের ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *