fbpx
হোম জাতীয় ইজতেমা ময়দানে তীব্র পানির সংকট
ইজতেমা ময়দানে তীব্র পানির সংকট

ইজতেমা ময়দানে তীব্র পানির সংকট

0

আম বয়ান ও জিকির-আসকারে ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। সৌদি আরবের মাওলানা আবদুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে শনিবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সারা দেশ থেকে এরই মধ্যে মুসল্লিরা হাজির হয়েছেন ইজতেমা ময়দানে।

শনিবার ভোর থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ হাজির হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই সারা দেশ থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। বিশ্ব ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বয়ানে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিকে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতির কারণে ইজতেমা ময়দানে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি শিগগিরই এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ৬৪ জেলার মুসল্লিদের জন্য পুরো ইজতেমাকে ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমার মুসল্লিদের নিরাপত্তার জন্য সকল পদক্ষেপ নিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *