fbpx
হোম গণমাধ্যম অনলাইন ইউটিউব কর্তৃক সিলভার প্লে বাটন পেলো নোয়াখালী টিভি
ইউটিউব কর্তৃক সিলভার প্লে বাটন পেলো নোয়াখালী টিভি

ইউটিউব কর্তৃক সিলভার প্লে বাটন পেলো নোয়াখালী টিভি

0

“নোয়াখালী টিভি – বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি” এই শ্লোগানকে ধারন করে ২০১৬ সালে পথচলা শুরু করে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর তথা বৃহত্তর নোয়াখালীর প্রথম অনলাইন টেলিভিশন “নোয়াখালী টিভি”

বৃহত্তর নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এই চ্যানেল। সেই সাথে সাথে সামাজিক ও মানবিক কর্মকান্ডসহ সমাজের সঠিক চিত্রগুলো বস্তু নিষ্ঠতার মাধ্যমে তুলে ধরছে নোয়াখালী টিভি। বিশেষ করে নোয়াখালীর আঞ্চলিক ভাষার বেশ কয়েকটি অনুষ্ঠান ইতোমধ্যে দেশ ও প্রবাসীদের মাঝে ব্যাপক প্রসংশিত হয়েছে।

পথচলার ৩ বছর পূর্ণ হওয়ার আগেই নোয়াখালী টিভি দেড় লক্ষেরও বেশী সাবসক্রাইবার অর্জন করে ইউটিউবে। তারই আলোকে ইউটিউব নোয়াখালী টিভিকে একটি সম্মাননা স্মারক ‘সিলভার প্লে বাটন’ প্রদান করে। একই সাথে নোয়াখালী টিভির ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। বৃহত্তর নোয়াখালীর কোন মিডিয়া হিসেবে নোয়াখালী টিভির প্রথম সিলভার বাটনটি অর্জন হওয়ায় উচ্ছসিত নোয়াখালী টিভি পরিবার।

গত ৩ ডিসেম্বর দুপুর ১২টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সিলভার বাটনটির মোড়ক উন্মোচন করেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় উপস্থিত ছিলেন, নোায়াখালী টিভির উপদেষ্টো মো: শহিদ উল্যাহ, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি, ব্যবস্থাপনা পরিচালক সাফায়াত সাকিব। এই অর্জনে শুভেচ্ছা জানান নেয়াখালীর সিভিল সার্জন ডা: মোমিনুর রহমান, স্বাচিপ নোয়াখালী শাখার সভাপতি ও নোয়াখালী টিভির উপদেষ্টা ডা: ফজলে এলাহী খান। স্বাচিপ নোয়াখালীর সাধারন সম্পাদক ডা: মাহবুব রহমান। ম্যাটস নোয়াখালীর অধ্যক্ষ ডা: বিধান সেনগুপ্ত, জেলা আইসিটি ডিবিশনের প্রোগ্রামার মোবারক রুমিসহ আরো অনেকে।

জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, নোয়াখালী টিভির সকল কার্যক্রম আমি নিয়মিত পর্যবেক্ষণ করি। আমি নোয়াখালীতে যোগদানের পর থেকেই নোয়াখালী টিভির অকুন্ঠ সমর্থন পেয়েছি। নোয়াখালীর সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের চিত্রগুলো তারা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করছে। নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা ও সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে।

নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি বলেন, এই অর্জন আমাদের একার না, এই অর্জন বৃহত্তর নোয়াখালীর প্রতিটি জনগনের ভালোবাসার ফসল। বৃহত্তর নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমরা যাত্রা শুরু করি। সেই শুরু থেকে সকল মানুষের অকুন্ঠ সমর্থন পেয়েছি আমরা। আমরা চেষ্টা করেছি সমাজের অবহেলিত ও অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে। ইনশা আল্লাহ সফলও হয়েছি। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বৃহত্তর নোয়াখালীকে আরো বৃহৎ পরিসরে পৌঁছে দিতে চাই বিশ্ববাসীর কাছে। ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী টিভি পরিবারের সাথে সম্পৃক্ত দেশ ও প্রবাসের সকল প্রতিনিধি এবং আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে, যারা সেই শুরু থেকেই আমাদেরকে সর্বাত্মক সহযোগীতা করে আসছেন।

টিভির ব্যবস্থাপনা পরিচালক সাফায়াত সাকিব বলেন, আমাদের যায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের চিত্রগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য। সামনে আমরা আরো বৃহৎ পরিসরে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আরো অনেকদূর যেতে পারবো।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *