fbpx
হোম বিনোদন ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করলেন অক্ষয় !
ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করলেন অক্ষয় !

ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করলেন অক্ষয় !

0

ভারতের এক ইউটিউবারের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশের দায়ে ৫০০ কোটি রুপির মানহানির মামলা ঠুকলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার! বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বলিউডের বহু তারকার দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। যেই রোষানলে সম্প্রতি নাম আসে বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের।

মূলত রশিদ সিদ্দিকী নামের এক ইউটিউবার কিছুদিন আগে ইউটিউবে প্রচারণা চালিয়েছিলেন যে, রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করছেন অক্ষয় কুমার। যাকে সম্পূর্ণ ভূয়া এবং মিথ্যা খবর বলে বেজায় চটেছেন অক্ষয়। শুধু তাই নয় রশিদ সিদ্দিকী নামের সেই ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলাও দায়ের করেছেন অভিনেতা।

বিহারের রশিদ সিদ্দিকী নামের ওই ইউটিউবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করে গত ৪ মাসে প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি উপার্জন করেছেন। সেই সাথে তার সাবস্ক্রাইবারের সংখ্যাও বেড়ে ২ লাখ থেকে একলাফে ৩ লাখে গিয়ে দাঁড়িয়েছে!

মূলত রশিদ সিদ্দিকী মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবং অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। যেই পোস্টগুলি প্রায় লক্ষের উপর ভিউ পায়। সেটির প্রেক্ষিতেই সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান এবং মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে মামলা করেন অক্ষয়।

রশিদ ইউটিউবের ভিডিও বার্তাটিতে জানিয়েছিলেন যে, অক্ষয় কুমার সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ এবং আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়াকে কানাডায় পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করেন। প্রসঙ্গত রশিদ আরো উল্লেখ করেন যে, সুশান্ত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মুখ্য চরিত্র পাওয়ায় খুশি ছিলেন না অক্ষয়।

এদিকে শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র রশিদের বিরুদ্ধে দায়ের করা মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তাকে আগাম জামিন দিয়ে ছেড়ে দিয়ে তদন্তে সহযোগিতা করতে বলা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *