fbpx
হোম আন্তর্জাতিক ইউক্রেনে বেসামরিক অবকাঠামোতে হামলার আজব ব্যাখ্যা দিল রাশিয়া
ইউক্রেনে বেসামরিক অবকাঠামোতে হামলার আজব ব্যাখ্যা দিল রাশিয়া

ইউক্রেনে বেসামরিক অবকাঠামোতে হামলার আজব ব্যাখ্যা দিল রাশিয়া

0

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার প্রচেষ্টায় ইউক্রেনীয় বাহিনীর ভুলের ফলেই দেশটির বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে কিয়েভ আবাসিক ভবনে হামলা এবং এতে এক শিশুসহ চারজন নিহত হওয়ার জন্য রুশ বাহিনীকে দায়ী করে।

রুশ মন্ত্রণালয় কোনো বিশদ বিবরণ না দিয়ে বলেছে, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর অপেশাদার পদক্ষেপের ফলে দেশটির বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে।

এর আগে ইউক্রেনের দনেপ্রপেত্রভস্ক অঞ্চলের গভর্নর ভালেন্টিন রেজনিচেংকো বলেছেন, শুক্রবার একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ক্রিভয় রগে একটি আবাসিক ভবনে আঘাত হানলে এক বছরের শিশুসহ বেসামরিক চারজন মারা যায়। এ ছাড়াও এ ঘটনায় চার শিশুসহ মোট ১৩ জন আহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সামরিক কমান্ড এবং প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সামরিক শিল্প কমপ্লেক্স এবং প্রাসঙ্গিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘উচ্চ নির্ভুলতার অস্ত্র হামলা’ করা হয়েছে। হামলায় বিশেষ করে ‘বিদেশি অস্ত্র ও যুদ্ধাস্ত্র পরিবহন ব্যাহত হয়েছে’ এবং ‘ইউক্রেনীয় মজুদের অগ্রগতি অবরুদ্ধ হয়েছে’। এ ছাড়া কিছু সামরিক শিল্প-কারখানার কার্যক্রমও বন্ধ হয়েছে বলে জানায় রুশ মন্ত্রণালয়।

হামলাগুলো লক্ষ্যে পৌঁছেছে এবং নির্ধারিত সমস্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার বলেছে, শুক্রবার রাশিয়া ইউক্রেনে মোট ৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক হামলা চালিয়েছে। তবে তাদের মধ্যে কতজন গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি জায়ান্ট ইউক্রেনারগো বেসামরিক অবকাঠামোতে রুশ হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থাটি এই পরিস্থিতিকে ভঙুর অবস্থা অভিহিত করে জানিয়েছে, হামলার ফলে দেশব্যাপী বিদ্যুতের ব্যবহার অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা বাড়িয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল যে রুশ বাহিনী কেবল ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করে থাকে। এর আগে অক্টোবরে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে। ফলস্বরূপ ইউক্রেনীয় জ্বালানি ব্যবস্থায় উল্লেখযোগ্যভাবে অধঃপতন হয়েছে।

 

 

সূত্র : আরটি

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *