fbpx
হোম আন্তর্জাতিক ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ভারি গোলাবর্ষণ, নিহত ১
ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ভারি গোলাবর্ষণ, নিহত ১

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ভারি গোলাবর্ষণ, নিহত ১

0

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে ভারি গোলাবর্ষণ চলছে। এর ফলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে ইন্টারফ্যাক্স এক রিপোর্টে জানিয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বুধবার জাপোরিঝিজিয়া রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের (জেটওভিএ) তথ্যমতে, দিনভর কোমিশুভাখায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

জোভা বলেছে, জাপোরিঝিয়া শহর ওরেখভ টানা তিন দিন ধরে গোলাবর্ষণ করা হচ্ছে। ইউক্রেনের নগর পরিষদ ১৩ মে থেকে নাগরিকদের বিশেষ পাস ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করে। তিন দিনের কারফিউ চালু করা হয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। কিন্তু প্রায় দুই মাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে।

পরে রাশিয়া জানায়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে অভিযানে মনোযোগ দেবে। এখন দোনবাসকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক তৎপরতা চলছে।

রাশিয়ার এ অগ্রসানে ইউক্রেন থেকে প্রায় ৫০ লাখের বেশি লোক পালিয়ে গেছে। হতাহত হয়েছে অনেক মানুষ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *