fbpx
হোম রাজনীতি আসুন, সরকার পতনের পর দর কষাকষি থাকলে দেখা যাবে: অলিকে গয়েশ্বর
আসুন, সরকার পতনের পর দর কষাকষি থাকলে দেখা যাবে: অলিকে গয়েশ্বর

আসুন, সরকার পতনের পর দর কষাকষি থাকলে দেখা যাবে: অলিকে গয়েশ্বর

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। তাই বিএনপির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলিকেও অনুরোধ করব, আসুন- এক কাতারে, একসুরে পথ চলি। আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই এমন কিছু করা চলবে না, যেন আমাদের মাঝে বিভক্তি তৈরি হয়।’

‘আমাদের একটাই শর্ত- এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর কষাকষি থাকে, সেটা দেখা যাবে। কিন্ত আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার রূপরেখার দিকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেকে অনেক সরকার বানানোর কথা বলছেন। তাদের বলব, তার আগে তো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় না করে কীভাবে আরেকটি সরকার হবে? বরং বর্তমানে যে ফ্যাসীবাদী সরকার ক্ষমতায় আছে তারাই লাভবান হবে। তাই আসুন, ঐক্যবদ্ধভাবে রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায় করি।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ মিথ্যা মামলায় বন্দি সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান গয়েশ্বর। তিনি বলেন, রেদোয়ান আহমেদও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মী।

গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কেকিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট খাইরুল কবির পাঠান, মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের এবিএম সেলিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নিগু প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *