fbpx
হোম আন্তর্জাতিক আল-আকসা মসজিদের এই দৃশ্য, ১৪শ’ বছরের ইতিহাস ভেঙ্গে দিলো
আল-আকসা মসজিদের এই দৃশ্য, ১৪শ’ বছরের ইতিহাস ভেঙ্গে দিলো

আল-আকসা মসজিদের এই দৃশ্য, ১৪শ’ বছরের ইতিহাস ভেঙ্গে দিলো

0

যে আল-আকসা মসজিদে হাজার হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেন । রমজান মাসের শেষের দিকে মুসল্লির সংখ্যাও যেখানে লাখ ছাড়িয়ে যায়, সেই মসজিদে ১৪শ’ বছর পর তার উল্টো চিত্র দেখলো বিশ্ববাসী।

প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিহাসে প্রথমবারের মতো রমজান মাসেও মুসল্লিশূন্য অবস্থায় দাড় করিয়েছে আল আকসা মসজিদকে। মুসলিম সম্প্রদায়ের কাছে তৃতীয় পবিত্রতম এই মসজিদ। আপাতত জেরুজালেমে সবরকম জমায়েত বন্ধ করেছে।

মহামারির কারণে গত ২২ মার্চ আল-আকসা মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে জেরুজালেম ইসলামিক ওয়াকফ কাউন্সিল। গত ১৬ এপ্রিল তারা জানায়, এ নিষেধাজ্ঞা এবারের রমজান মাস জুড়েও অব্যাহত থাকবে। সবাইকে তারাবিহ’র নামাজ বাড়িতেই আদায় করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনে শুক্রবার থেকে শুরু হতে পারে এবারের রোজা। তবে করোনা মহামারির কারণে দেশটিতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজ, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র। স্থগিত করা হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়ও। পূর্ব জেরুজালেমের বাসিন্দা আম্মার বাকির বলেন, কোনও মুসল্লি নেই, কোনও মানুষ নেই। ফিলিস্তিনি জনগণের ওপর আল-আকসা মসজিদ বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে।

আল-আকসার পরিচালক শেখ ওমর আল-কিসোয়ানি বলেন, এমন সিদ্ধান্ত ১৪শ’ বছরের মধ্যে প্রথমবার নেয়া হলো। এটা খুবই কঠিন, এতে সবার মনেই কষ্ট হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
21

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *