fbpx
হোম অন্যান্য আল্লাহর নাম খচিত চোখ ধাঁধানো ভাস্কর্য !
আল্লাহর নাম খচিত চোখ ধাঁধানো ভাস্কর্য !

আল্লাহর নাম খচিত চোখ ধাঁধানো ভাস্কর্য !

0

ফেনী জেলা শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন সোনালি রঙের গম্বুজ দুটি হাজারো পথচারী ও যাত্রীদের নজর কাড়ছে প্রতিদিন। রাতের চোখ ধাঁধানো আলোকসজ্জায় এক ভিন্নমাত্রার সৌন্দর্যে দর্শকদের পুলকিত করছে  ভাস্কর্যটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

গম্বুজ স্থাপত্য রীতির শৈল্পিক অনুষঙ্গ হলেও এর রয়েছে ধর্মীয় ঐতিহ্য। মক্কা-মদিনাসহ বিশ্বের লাখো মসজিদের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন এই স্থাপত্য নিদর্শন। ধর্মীয় এই নির্মাণশৈলী এবার ভাস্কর্যরূপে স্থাপিত হয়েছে ফেনী জেলার শহীদ মেজর সালাউদ্দিন সড়ক চত্বরে।

জানা যায়, গম্বুজ ভাস্কর্য নির্মাতা বেস্ট কনস্ট্রাকশনের মাধ্যমে এ নিয়ে তিনটি ইসলামিক ভাস্কর্য নির্মিত হয় ফেনীতে। পৌরসভার অর্থায়নে আরো বেশ কয়েকটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।

দেশের প্রথম গম্বুজ ভাস্কর্য নিয়ে নানা ইতিবাচক মন্তব্যে আনন্দ প্রকাশ করছে অনলাইন পাঠকরা। গত ১১ নভেম্বর ফেনী-২ আসনের  সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও মেয়র হাজি আলাউদ্দিন ফেনী পৌরসভার অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি উদ্বোধন করেন।

অসংখ্য মসজিদ-মাদরাসা আর আলেম-উলামা প্রভাবিত ফেনী জেলায় এমন ভাস্কর্য স্থাপনে ধর্মপ্রাণ মানুষের প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য ও মেয়র।

শহরের পার্শ্ববর্তী ধর্মপুর মসজিদের খতিব মাওলানা ইকবাল মাহমুদ জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলাম সৌন্দর্য পছন্দ করে, সুন্দরের প্রতি উৎসাহিত করে। প্রাণীর অবয়ববিহীন সৃজনশীল যেকোনো ভাস্কর্য নির্মাণে ইসলামে বাধা নেই।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *