fbpx
হোম অন্যান্য আলোচিত তিনবিঘা করিডোরে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি
আলোচিত তিনবিঘা করিডোরে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি

আলোচিত তিনবিঘা করিডোরে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি

0

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম তিনবিঘা করিডোর ও বিলুপ্ত ছিটমহল এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি পূর্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে জোংড়া ইউনিয়নের বাঁশকাটা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিলুপ্ত ছিটমহলে মসজিদ, মন্দির, স্কুল নির্মাণ, পাকা সড়ক, ধরলা নদীতে বাঁধ, বিদ্যুত সংযোগ বিলুপ্ত ছিটবাসীর জীবন মানের চিত্র বদলে গেছে।জোংড়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে রেখেছে ধরলা নদী।

নদীর এপার ওপার বাসিন্দাদের সহজে যাতায়াত করার জন্য জনগণের দাবীর প্রেক্ষিতে মন্ত্রী আরও বলেন, মোল্লারহাট এলাকায় ধরলা নদীতে একটি ব্রীজ করার বিষয়টা সরকার বিবেচনা করবে।

এর আগে তিনি দহগ্রামের তিনবিঘা করিডোর পরিদর্শনে যান। ভারতীয় বিএসএফ তাকে গার্ড অব অনার প্রদান করার পাশাপাশি বিজিবি-বিএসএফ কর্মকর্তাসহ দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনবিঘা চত্বরে তিনি একটি পেয়ারা চারাগাছ রোপন করেন।

সেখানে তিনি তিনবিঘাতে যাতে দু’দেশের লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারে, স্বাধীনতা থাকে এজন্য দহগ্রামবাসীর ফ্লাইওভার প্রস্তাব করার পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা-১ আসনের মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *