fbpx
হোম বিনোদন আমি একজন হুমায়ুন ফরীদি হতে পারলামনা: এটিএম শামসুজ্জামান

আমি একজন হুমায়ুন ফরীদি হতে পারলামনা: এটিএম শামসুজ্জামান

0

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

প্রয়াত বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদির নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নানা আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

চেঞ্জ টিভির একান্ত সাক্ষাতকারে হুমায়ুন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, এমন অভিনেতা পৃথিবীতে একবারই আসে। হাজার বছর পরেও একজন ফরীদি জন্মাবে কিনা আমার সন্দেহ আছে।

বলেন, হুমায়ুন ফরীদি আমার প্রিয় অভিনেতা। তাকে অভিনেতা বললে ভুল হবে। সে একজন শিল্পী। তার মত শিল্পী আর আমরা পাবো না।

নাট্যাচার্য সেলিম আল দীনের ঘনিষ্ঠজন ছিলেন হুমায়ুন ফরীদি। সেলিম আল দীন রচিত ‘কেরামত মঙ্গল’, ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘হাত হদাই’-এর মতো ধ্রুপদি নাটকে অভিনয় করে দর্শকনন্দিত হন তিনি। এ ছাড়া টিভি নাটকে ‘নিখোঁজ সংবাদ’-এ প্রথম অভিনয় করেন হুমায়ুন ফরীদি। তবে ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়।

হুমায়ুন ফরীদির চলচ্চিত্রে প্রথম অভিনয় ‘হুলিয়া’য়। এক দশকের বেশি সময় ধরে রুপালি পর্দায় অভিনয় করেন। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হন তিনি।

সাক্ষাতকারের লিংক…https://www.youtube.com/watch?v=A06m6sfjBmg&list=PLCOUM8g7FtpT5SbSlanm0XlyaRBaceaxh&index=86

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *