fbpx
হোম আন্তর্জাতিক আমিরাতে এফএনসি’র নির্বাচনে ৩৫% মহিলা সদস্য নির্বাচিত
আমিরাতে এফএনসি’র নির্বাচনে ৩৫% মহিলা সদস্য নির্বাচিত

আমিরাতে এফএনসি’র নির্বাচনে ৩৫% মহিলা সদস্য নির্বাচিত

0
সংযুক্ত আরব আমিরাত আজ পর্যন্ত দেখা সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়াতে শনিবার ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি) ২০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনী মাঠে ৪৭৯ প্রার্থীর মাসব্যাপী প্রচারের পরে সমর্থকদের আশা আকাঙ্খার প্রার্থীকে তারা প্রত্যক্ষ ভোটে বিজয়ী করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রী নওরা বিনতে মোহাম্মদ আল কাবি ভোটের গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত জুড়ে বিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যারা নির্বাচনে প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়েছেন। আবুধাবিতে-সুহাইল আল ফালি, খলিফান রশিদ আল শামসী, নাঈমা আল মনসৌরি এবং মোজা মোহাম্মদ আল আম্রিকে বিজয়ী ঘোষণা করা হয়।
দুবাইয়ে- হামাদ আল রাহৌমি, আহমেদ আবদুল্লাহ আল শাফান, মেরিয়াম মাজিদ খলিফান বিন সুনায়াহ এবং সারা মোহাম্মদ আমিন ফালকিনাজকে বিজয়ী ঘোষণা করেন। শারজাহ ও রাস আল খাইমাতে প্রতি আমিরাতের তিনজন শীর্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় এবং আজমান, ফুজাইরাহ ও উম্মে আল কাওয়াইন থেকে দু’জন বিজয়ী ঘোষণা করা হয়।
শনিবার রাত ১০টার দিকে আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্র (অ্যাডনেক) পোলিং স্টেশন থেকে বর্ধিত ভোট গ্রহণের সময় রাত ৯ টা অবধি ঘোষণা করা হলে আনন্দ ও হতাশার অশ্রু জল দেখা দিয়েছিল। আবুধাবি থেকে বিজয়ী নাঈমা আল মনসৌরি বলেছেন, লোকেরা তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল বলে তিনি খুশি। আল মনসৌরি বলেন, আমি এই নির্বাচনে জয়ী হতে পেরে অনেক উচ্ছ্বসিত।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *