fbpx
হোম রাজনীতি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছে বিএনপি: তৈমুর আলম
আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছে বিএনপি: তৈমুর আলম

আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছে বিএনপি: তৈমুর আলম

0

জেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যাহতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল থেকে প্রত্যাহার করে আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার বিকালে যুগান্তরকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি সেই রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালাদের তৈমুর আবারো তাদের কাছে ফিরে যাব। আমি গণমানুষের তৈমুর, আবারো গণমানুষের কাছে ফিরে যাব।

তিনি আরও বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা আমি বিশ্বাস করি না। আপনারা জানেন আমি যেসব সংগঠন করি হকার, হোটেল শ্রমিক, খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এ সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেব। জনগণ আমার সাথে আছেন, ইনশাআল্লাহ সেই প্রতিফলন ঘটবে ১৬ জানুয়ারির নির্বাচনে।

উল্লেখ্য, গত মাসে জেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যাহতির পর সোমবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য পদ থকে প্রত্যাহার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *