fbpx
হোম বিনোদন ‘আমরা বাঙ্গালিরা নিয়ম, শাসন, ভালোবাসা কিছুই মানতে চাইনা’
‘আমরা বাঙ্গালিরা নিয়ম, শাসন, ভালোবাসা কিছুই মানতে চাইনা’

‘আমরা বাঙ্গালিরা নিয়ম, শাসন, ভালোবাসা কিছুই মানতে চাইনা’

0
আমরা বাঙ্গালিরা নিয়ম, শাসন এমনকি ভালোবাসাও মানতে চাইনা। সমস্যা এখানে।
চেঞ্জ টিভি’র একান্ত ফোনালাপে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার বাঙ্গালি জাতির ভবিষ্যত নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে এমন মন্তব্য করেন।
বলেন, এই মুহূর্তে আমাদের সচেতন হওয়া দরকার। কিন্তু আমরা ঘরে থাকতে পারলাম না। আমরা বের হয়ে গেলাম। আমরা বাঙ্গালিরা কিছুই মানতে চাইনা। আমি মনে করি সরকারের কঠিনভাবে নিষেধাজ্ঞা জারি করা দরকার।

করোনার প্রভাবে সঙ্গীত অঙ্গনের ভবিষ্যত নিয়ে মিল্টন খন্দকার বলেন, করোনার প্রভাবে সঙ্গীতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গানের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা সকলেই হতাশার সাগরে নিমজ্জিত।

মিল্টন খন্দকার বলেন, একজন মানুষের মন সুন্দর হলে তখন গান শুনতে চায় কিন্তু মনটাই সুন্দর রাখার কোনরকম উপায় নেই এই কয়েকমাসে। সেক্ষেত্রে গান তো অনেক পরের বিষয়, গানের সঙ্গে আমরা যারা জড়িত তারা সাংঘাতিকভাবে হতাশায় পড়ে আছি। তাই এ থেকে উত্তরণে আমাদেরকেই বেশি বেশি সচেতনতার গান প্রচার করতে হবে বলে জানান এই গুণী সঙ্গীত পরিচালক।

বিস্তারিত…https://www.youtube.com/watch?v=Z596uPaaOXQ&t=83s

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *