fbpx
হোম অন্যান্য আবারও বাড়লো পানির দাম
আবারও বাড়লো পানির দাম

আবারও বাড়লো পানির দাম

0

আট মাসের ব্যবধানে বাড়লো পানি দাম । আগামী মাস থেকে ঢাকার ওয়াসার গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দামে পানি কিনতে হবে । এপ্রিল থেকে যার দাম হতে যাচ্ছে ২০ টাকা ।

ওয়াসা থেকে এমন তথ্য জানা যায় । ওয়াসার আইন অনুযায়ী, সংস্থাটির বোর্ড প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে । কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে এবার পানির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছে ।

ওয়াসার তথ্যমতে, গত আট মাসের মধ্যে দুই দফা পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত প্রায় ১২ বছরে মোট ১৩ বার পানির দাম বেড়েছে  । ঢাকা ওয়াসার দাবি, বর্তমানে যে হারে দাম বাড়ানো হয়েছে, তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম । বর্তমানে ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা ২৬০ কোটি লিটার । আর চাহিদা রয়েছে ২৩৫ কোটি থেকে ২৪০ কোটি লিটার ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *