fbpx
হোম জাতীয় আবারও করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড; মৃত্যু ১৫, আক্রান্ত ২৬৬ জন
আবারও করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড; মৃত্যু ১৫, আক্রান্ত ২৬৬ জন

আবারও করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড; মৃত্যু ১৫, আক্রান্ত ২৬৬ জন

0

দেশে নতুন করে আরও ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৭৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ১,৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ২,১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এতে নিজের বাসা থেকে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে গতকাল দেশে ৩৪১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ১০ জন। আজ তা ছাড়িয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত কিছুটা কমে ২৬৬ জনে দাড়িয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *