fbpx
হোম তারুণ্য আবরার হত্যাকাণ্ডের ২ বছর, বুয়েটে দিনব্যাপী কর্মসূচি
আবরার হত্যাকাণ্ডের ২ বছর, বুয়েটে দিনব্যাপী কর্মসূচি

আবরার হত্যাকাণ্ডের ২ বছর, বুয়েটে দিনব্যাপী কর্মসূচি

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার।

২০১৯ সালের ৬ অক্টোবর দিনগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী।

আবরারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণসভা, দোয়া মাহফিল, চিত্রপ্রদর্শনী, স্মৃতিচারণ, সংগীত, আবৃতি, পথনাট্য, বক্তৃতা, মানববন্ধন ও অসহায়দের মাঝে খাবার বিতরণ।

বৃহস্পতিবার বুয়েটে শিক্ষার্থীদের ফেসবুক পেজে (বুয়েটিয়ান) এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, ‘আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ সারাদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

প্রথম পর্বটি সকাল ১০টায় বুয়েট অডিটরিয়ামের সামনে থেকে শুরু হবে। এই পর্বে ইন্টারভিউ, লাইভ পেইন্টিং প্রদর্শনী, স্মৃতিচারণ, সংগীত, আবৃতি, পথনাট্য, বক্তৃতা, মানববন্ধন ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ আসর বুয়েট সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে এই পর্বের সমাপ্তি হবে।

দ্বিতীয় পর্বটি অনলাইনে হবে। সেটি ফেসবুকে লাইভ সম্প্রচার করা হবে। এতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক, উপউপাচার্য, উপাচার্য ও শিক্ষকরা বক্তব্য দেবেন।

এ ছাড়া পুরো আয়োজনকে প্রাণবন্ত করতে বুয়েটের বিভিন্ন ক্লাব তাদের বিশেষ পরিবেশনা করবে।’

অপর এক ঘোষণায় ‘বুয়েটিয়ান’ পেজে বলা হয়, ‘আবরারের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বাঁধন, বুয়েট জোনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাঁধন, বুয়েট জোন রক্তের প্রয়োজনে যোগাযোগ করবে। ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতাল থেকে কোনো ব্লাডের জন্য খোঁজ এলে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *