fbpx
হোম রাজনীতি আপনাদের কৃতকর্মের জন্য তওবা করে ক্ষমা চান: মির্জা ফখরুল
আপনাদের কৃতকর্মের জন্য তওবা করে ক্ষমা চান: মির্জা ফখরুল

আপনাদের কৃতকর্মের জন্য তওবা করে ক্ষমা চান: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে সরকার পদত্যাগ না করলে পালাবার পথ খুঁজে পাবেন না।

বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পেশাজীবী সমন্বয় কমিটির উদ্যোগে ‘স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে, আমাদেরকে নাকি তওবা করে নির্বাচনে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি উনাকে বলতে চাই, জনগণের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চান আপনাদের কৃতকর্মের জন্য। যে মানুষদের হত্যা করেছেন, যাদেরকে অত্যাচার-নির্যাতন করেছেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রেখেছেন এবং ৩৫ লাখ রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, ৬০০-এর বেশি মানুষকে গুম করেছেন—এসবের জন্য ক্ষমা চান। যে পাপ করেছেন, সেই পাপের জন্য জনগণের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চান এবং ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে পালাবার পথ পাবেন না।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির আমান উল্লাহ আমান, পেশাজীবী নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, আবদুল কুদ্দুস, এম আবদুল্লাহ, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এমতাজ হোসেন, ডা. রফিকুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিজু, আবদুল হালিম, নুরুল আমিন রোকন বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, আজকে যখন মানুষ ট্রাকের সামনে লাইন দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য, চাল-ডাল-তেল-লবণের জন্য, মানুষ যখন আহাজারি করছে সেই সময়ে আবার গ্যাসের দাম বাড়িয়ে, আবার প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে নেওয়ার ষড়যন্ত্র তারা করেছে জনগণের পকেট কেটে দুর্ভোগের মধ্যে ফেলে। প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জনগণকে পুরোপুরিভাবে দুঃসহ অবস্থার মধ্যে ফেলেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *