fbpx
হোম ক্রীড়া আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে পিএসজি
আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে পিএসজি

আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে পিএসজি

0

খেলার শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে ছিল আটালান্টা। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস রচনা করে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে জায়গা করে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শেষমেশ মার্কিনিয়োসের গোলে স্বপ্নটা ভেঙেই গেল আটালান্টার। আর অতিরিক্ত সময়ের গোলে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দেন এরিক মাক্সিম চুপো-মোটিং। এ নিয়ে দ্বিতীয়বারের মতো লিগের সেমিতে উঠল ফরাসিরা। ১৯৯৫ সালে শেষবারের মতো তাদের দেখা গেছে এই লিগের সেমি ফাইনালে।

বুধবার (১২ আগস্ট) রাতে পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল পিএসজি।

খেলার শুরুতেই গোলের সুযোগ পায় পিএসজি। তবে বল প্রথমে জালে পাঠাতে সক্ষম হয় আটালান্টা। খেলার ২৬তম মিনিটে আটালান্টার মিডফিল্ডার মারিও পাসালিচ প্রথম সুযোগটা কাজে লাগান। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা। এদিকে বিরতির পর বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয় পিএসজির। ৯০তম মিনিটে চুপো-মোটিংয়ের ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে সোজা জালে পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে উচ্ছ্বাসে ভাসান চুপো-মোটিং।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *