fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা আজ পাপিয়াকে আদালতে তোলা হবে
আজ পাপিয়াকে আদালতে তোলা হবে

আজ পাপিয়াকে আদালতে তোলা হবে

0

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে আজ সিএমএম আদালতে তোলা হবে। একই সঙ্গে পাপিয়ার স্বামী ও তার অবৈধ আয়ের হিসাবরক্ষক সুমন চৌধুরী, ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকারকেও আদালতে তোলা হবে।

আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও  মাদক ব্যবসা, অর্থপাচার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পাপিয়াসহ ৪ আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে বিমানবন্দর থানা পুলিশ।

শনিবার দেশ থেকে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে পাপিয়ার দেয়া তথ্য অনুযায়ী, তার ফার্মগেটের বাসায় অভিযান চালিয়ে র‍্যাব অবৈধ অস্ত্র, মাদক ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে। গ্রেফতারের পরপরই তাকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *