fbpx
হোম আন্তর্জাতিক আগুন নিয়ে খেলবেন না: হামাস প্রধান
আগুন নিয়ে খেলবেন না: হামাস প্রধান

আগুন নিয়ে খেলবেন না: হামাস প্রধান

0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়ে। নেতানিয়াহুকে তিনি বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। এই যুদ্ধের নাম হলো জেরুসালেম।

গতকাল রোববারও সেখানে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি টার্গেট করে হামলা চালিয়েছে তারা। হামাস পরিচালিত টেলিভিশন স্টেশন থেকে এ কথা বলা হয়েছে।

এখন পর্যন্ত ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে হামাস শুধু রকেট ছুড়েছে। তার জবাবে সর্বাত্মক যুদ্ধের অংশ হিসেবে গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তারা একের পর এক আকাশচুম্বী ভবনকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে বোমা হামলা করে।

হামাস প্রধান ইসমাইল হানিয়ে বলেন, এই শত্রুতার কারণ হলো জেরুজালেম। জায়নবাদীরা ভেবেছে তারা আল আকসা মসজিদকে ধ্বংস করে দিতে পারবে। তারা ভেবেছে আমাদের জনগণকে শেখ জারাহ এলাকা থেকে উচ্ছেদ করতে পারবে। আমি নেতানিয়াহুকে বলছি- আগুন নিয়ে খেলবেন না। আজকের এই যুদ্ধের শিরোনাম, ইনতিফাদার শিরোনাম হলো জেরুজালেম, জেরুজালেম, জেরুজালেম। ইনতিফাদা বলতে তিনি গণবিপ্লবের উল্লেখ করেছেন।

এ সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদা বলেছেন, সর্বশেষ এই লড়াইয়ের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি। এই লড়াইয়ে যুদ্ধাপরাধ হচ্ছে কিনা তা এরই মধ্যে তদন্ত করা হচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ডবল যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *