fbpx
হোম আন্তর্জাতিক আইনের শাসনে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ: ডব্লিউজেপি
আইনের শাসনে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ: ডব্লিউজেপি

আইনের শাসনে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ: ডব্লিউজেপি

0

আইনের শাসন সূচকে গত এক বছরে ৩ মাস পিছিয়েছে  বাংলাদেশ।

বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫-তম। আর দক্ষিণ এশিয়ার  ৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘আইনের শাসন সূচক প্রতিবেদন ২০২০’–এ এই চিত্র উঠে এসেছে।

আজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি । প্রতিবেদনে ১২৬টি দেশের মধ্যে ১১২-তম অবস্থানে ছিল বাংলাদেশ। অন্যদিকে, ২০১৮ সালের সূচকে বাংলাদেশ ১০২-তম অবস্থানে ছিল। অর্থাৎ গত দুই বছরে ১৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। অবশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এ বছর একই রয়েছে। এ ক্ষেত্রে নেপাল, শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। নিম্ন আয়ের ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১-তম।

ডব্লিউজেপির বিবেচনায় নেয়া সূচকগুলোর মধ্যে ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচারে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। সবচেয়ে খারাপ মৌলিক অধিকারের দিক থেকে হয়েছে বলে বলা হয়েছে ওই প্রতিবেদনে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *