fbpx
হোম অন্যান্য ‘আইজিপি পদক’ পেলেন পুলিশ অফিসার শিল্পী মহিউদ্দিন জাহাঙ্গীর
‘আইজিপি পদক’ পেলেন পুলিশ অফিসার শিল্পী মহিউদ্দিন জাহাঙ্গীর

‘আইজিপি পদক’ পেলেন পুলিশ অফিসার শিল্পী মহিউদ্দিন জাহাঙ্গীর

0

অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা, ও শৃঙ্খলামূলক আচরণ এবং করোনাকালীন সময়ে জনসচেতনতামূলক গানের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি পদক-২০২০’ পেয়েছেন পুলিশ অফিসার এএসআই মহিউদ্দিন জাহাঙ্গীর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড মাঠে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে ১৬১ জন পুলিশ সদস্যকে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার) আইজিপি ব্যাজ পরিয়ে দেন।

এএসআই মহিউদ্দিন জাহাঙ্গীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত আছেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। কর্মক্ষেত্রে তার অসীম সাহসীকতা, দক্ষতা, সততা ও শৃঙ্খলামূলক প্রশংসনীয় কাজের জন্য ২০১৫ সালে এএসআই পদে পদোন্নতি লাভ করেন।

করোনা মহামারীর সময়ে তিনি বেশ কয়েকটি জনসচেতনতামূলক গান ও ইসলামী গজল গেয়ে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তার গানগুলোর মাধ্যমে জনসাধারনের মাঝে পুলিশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

এএসআই মহিউদ্দিন জাহাঙ্গীর ১৯৮৬ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার টনকী গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রিঅর্ডার করুন : 01716 477600

পুলিশ কমিশনার বলেন পুলিশের মধ্যে যারা ভাল কাজ করেছেন তাদেরকে আইজিপি স্যার এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য আইজিপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেন এই পদক প্রাপ্তির মর্যাদা ধরে রাখি এবং ভাল কাজ অব্যাহত রাখি।

আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি প্রধান) মো. আসাদুজ্জামান, ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার, একেএম হাফিজ আক্তারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *