fbpx
হোম অন্যান্য আইইডিসিআরে ১১ লক্ষ ৯৪ হাজার ফোনকল
আইইডিসিআরে ১১ লক্ষ ৯৪ হাজার ফোনকল

আইইডিসিআরে ১১ লক্ষ ৯৪ হাজার ফোনকল

0

বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণের যে কোনো তথ্য ও সেবা নিশ্চিত করতে হটলাইন সেবা স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে চালু করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি এই হটলাইন সেবায় এ পর্যন্ত মোট ১১ লক্ষ ৯৪ হাজার ৫১৮টি ফোনকল এসেছে বলে জানিয়েছে আইইডিসিআর। জানান, নিয়মিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই  সকল ফোনকল এসেছে এবং এখনো আসছে। আমরা নিয়মিত এই সেবা চালিয়ে যাচ্ছি । তারপরেও জেলা বা বিভাগীয় শহরগুলোতেও বিভিন্ন সেবা চালু রয়েছে বলেও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে তথ্য রয়েছে ।

আজ দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর এই তথ্য জানান। সেখানে আরও জানানো হয়, দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। আইইডিসিআর আরও জানান, এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ জন ।

এছাড়াও, নতুন করে সারাদেশ থেকে ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

করোনা সংক্রান্ত হটলাইন নম্বরগুলো হলো- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর- ১৬২৬৩ ।

 

Like
Like Love Haha Wow Sad Angry
17

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *