fbpx
হোম অন্যান্য অপরিচিত আজব মাছ, ক্যামেরার আলো দেখলেই হা করে !
অপরিচিত আজব মাছ, ক্যামেরার আলো দেখলেই হা করে !

অপরিচিত আজব মাছ, ক্যামেরার আলো দেখলেই হা করে !

0

পটুয়াখালীর একটি বাজারে উঠেছে বিরল প্রজাতির একটি মাছ। লম্বা প্রায় আড়াই ফুট। ওজন দেড় কেজি। ক্যামেরার আলো কিংবা কোনো কিছু সামনে নিলেই মুখ হা করছে মাছটি। বিরল প্রজাতির জীবিত এ মাছটি দেখতে দোকানে ভিড় করছে মানুষ।

সোমবার সন্ধ্যার পর শহরের নিউমার্কেট বাজারের রতন মোল্লার দোকানে বিক্রির জন্য রাখা হয় মাছটি। তবে স্থানীয়রা বলেছেন, এটি ম্যাদ বাইন-তেলকুমার মাছ। কিন্তু মৎস্য বিভাগ বলছে, এটি মূলত ইউরোপীয় বাইন মাছ।

মাছ বিক্রেতা রতন মোল্লা জানান, সোমবার বিকেলে লাউকাঠি নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়ে মাছটি। পরে ২০০ টাকা কেজি দরে এটি কেনেন তিনি। এখন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করতে চান তিনি।

বাজারে আসা ক্রেতারা জানান, এটি মাছ নাকি অন্য কিছু, তা নিয়ে সন্দেহ আছে। এ কারণে মাছটির দরদাম করছেন না কেউ। তবে জীবিত এই মাছটি দেখতে ভিড় করছে মানুষ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, এটি মূলত ইউরোপীয় বানমাছ। ইউরোপীয় ঈল নামেও এটি পরিচিত। এটি ঈল প্রজাতির একটি সাপের মত ক্যাটাড্রামাস মাছ, এগুলো সাধারণত ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *