fbpx
হোম জাতীয় অপকর্মের বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান
অপকর্মের বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান

অপকর্মের বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান

0

ক্যাসিনো, টেন্ডারবাজী, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকারের অবস্থানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশের প্রথম ‘মিল্কিং পার্লার’ উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে সেনাপ্রধান বলেন, যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এটা অত্যন্ত ইতিবাচক। দুর্নীতি বা অপকর্মের বিরুদ্ধে সরকারের যে শক্তিশালী অবস্থান এই  অভিযান পরিচালনার মাধ্যমেই এর বহিঃপ্রকাশ হয়েছে। তাই এটাকে আমি স্বাগত জানাই। এতে করে অনেক অপরাধ কমে যাবে।

আধুনিক মিল্কিং পার্লার সম্বন্ধে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় দুধের গুণগত মান নিয়ে অনেক কথা হয়। এজন্য কোয়ালিটি মেইনটেইন করা অনেক জরুরি। যা ম্যানুয়াল পদ্ধতিতে সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী, জীবাণুমুক্ত ও সময় বাঁচিয়ে অটো প্রসেসিংয়ের মাধ্যমে দুধ দোহন পদ্ধতি চালু করেছেন তারা। এই পদ্ধতি পরবর্তীতে দেশের অন্যান্য সেনানিবাসগুলোতেও চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কোন এক সময় শুধু সাভারেই ডেইরি ফার্ম ছিল। এখন অনেক জায়গায় হয়েছে। এখন সেনাবাহিনী নিজেদের দুগ্ধ চাহিদা পূরণের পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কাছে সরবরাহ করছে। আমাদের প্রচুর পরিমানে পাউডার মিল্ক আমদানি করতে হয়। তাই চাহিদার কথা চিন্তা করে সাভার, ঈশ্বরদী ও অন্য জায়গায়ও পাউডার মিল্ক কারখানা তৈরির পরিকল্পনা করছেন তারা।

এসময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার লে. জেনারেল জেনারেল সামছুল হক, মাষ্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) মেজর জেনারেল আকবর হোসেনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *