fbpx
হোম বিনোদন অনেক আগেই করোনা ভাইরাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র !
অনেক আগেই করোনা ভাইরাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র !

অনেক আগেই করোনা ভাইরাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র !

0

একটা সময় ছিলো যখন সারাবিশ্বে লেগে থাকা দেশে দেশে যুদ্ধ, সংখ্যালঘু নির্যাতণ, হত্যা, খুন, ধর্ষণ, বিশ্ব শান্তি ইত্যাদি নিয়ে বিশ্ব মিডিয়া ব্যস্ত থাকতো। ব্যস্ত থাকতো এক দেশ আর এক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করার নানা পরিকল্পনা নিয়ে। যুদ্ধ নিয়ম ভঙ্গ করে চালানো হতো ক্ষেপণাস্ত্র। যা নিয়ে বিশ্বজুড়ে থাকতো আলোচনার মুল বিষয়।

কিন্তু হঠাত করেই পৃথিবীর সকল বিষয়ের আলোচনাগুলো একেবারেই অতল গহ্বরে নিমজ্জিত। কোনোভাবেই ঠাঁই পাচ্ছেনা একটি অদৃশ্য শক্তি প্রাণঘাতী করোনা ভাইরাসের কাছে। কি সেই ভাইরাস কিংবা কি তার প্রতিষেধক, আজও তার কুল কিনারা খুঁজে পাননি বিশ্ব নেতারা । গবেষকদের এনিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। একমাত্র অদৃশ্য শক্তি যেনো নতুন করে সৃষ্টিকর্তাকে চিনিয়ে দিচ্ছে কি তার সেই অদৃশ্য ক্ষমতা। কিভাবে বিশ্ব পরিচালনা করে আসছেন তিনি। আর নিমিষেই কিভাবে শেষ করে দিতে পারেন সুন্দর এই পৃথিবী।

মানুষের ভেতরে যেনো এই উপলদ্ধিবোধ জাগ্রত করার এক বিশেষ উপায় হয়ে দাড়িয়েছে করোনা ভাইরাস। পৃথিবীতে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাস আজ মিলে যাচ্ছে ভাইরাস নিয়ে নির্মিত বেশ কয়েক বছর আগের কয়েকটি  সিনেমার সঙ্গে।

১. Outbreak 1995

২. Contagion 2011

৩. Flu 2013

৪. Virus 2019 .

এই ৪ টি সিনেমা এক বিশেষ গুরুত্ব বহন করে বর্তমান বিশ্বে ভয়ংকর মহামারী ভাইরাস করোনার সঙ্গে। যে জন্য প্রত্যেকটি সিনেমা এখন নতুন করে আলোচনায় এসেছে। যেখানে অদৃশ্য ভাইরাস নিয়ে তৈরী হয়েছিলো এই বিখ্যাত চার সিনেমা। গল্পগুলোর বিষয় ভাইরাস নিয়ে কিন্তু ফলাফল ছিলো প্রায়ই একই রকম। চিত্রধারণ এবং প্রেক্ষাপটগুলো ছিলো ভিন্ন।

হঠাত করে অচেনা এক বেনামি ভাইরাস একজনের শরীরে আক্রমণের পর তা ছোঁয়াচে ভাইরাসের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে একজন থেকে আর এক জনের শরীরে। এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক অঞ্চল থেকে আর এক অঞ্চল। তারপর তা নিজ দেশ থেকে অন্য দেশে। আর এভাবে ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। বিশ্ব তখন তার অন্যান্য সকল কাজ রেখে আতঙ্কিত হয়ে পড়ে অদৃশ্য ও রহস্যময় সেই ভাইরাস নিয়ে। লাশে লাশ আর আক্রান্তের সংখ্যায় দিশেহারা হয়ে যায় গোটা বিশ্ব। নেমে পড়ে ভাইরাস প্রতিরোধে নানা গবেষণা কাজে। তাক লাগানো সেই কাল্পনিক হতভম্ব করা সিনেমাগুলো, আজকের বিশ্বে কাকতালীয়ভাবেই করোনা ভাইরাসের সঙ্গে প্রাসঙ্গিকভাবে মিলে যাচ্ছে।

সবকটি সিনেমা নির্মাণ হয়েছে ঠিক এমন গল্প নিয়েই। কোনো সিনেমা ভাইরাস নির্মূল করে আবার সকলের মাঝে স্বস্তির জায়গা করে দিয়েছে আবার কোনো সিনেমায় ভাইরাস শনাক্ত করতে না পারায় ভিন্ন পন্থা অবলম্বণ করে তা থেকে রক্ষার চেষ্টা করা হয়েছে এবং সফলতাও দেখানো হয়েছে। বিশ্বের সিনেমা গবেষকেরা বলছেন, চীনা সিনেমা Flu 2013 প্রমাণ করেছে এই ভাইরাসের বিষয় চীন সরকার আগে থেকে জানতো। কিংবা চীন এই সিনেমা আগে থেকে নির্মাণ করে এখনকার প্রেক্ষাপটে মিলে যাওয়ার কোনো পরকিল্পনাও করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেনোনা চীন থেকে যেহেতু এই ভাইরাসের উৎপত্তি। এছাড়াও এই রকম একটি ভাইরাসের বিষয়ে চীনের এক বইয়ে অগ্রীম ধারণাস্বরুপ লেখাও হয়েছে। যা নিয়ে বিভিন্ন দেশে অনেক আলোচনা আর চুলচেরা বিশ্লেষণও হচ্ছে। যার কারণে চীন নিজে থেকে এই ভাইরাস ছড়াতে পারে বলেও নানা কথা প্রচলিত রয়েছে।

সবমিলে, এই সিনেমাগুলো এখন করোনার বদৌলতে ইউটিউবে নতুন করে মানুষ দেখা শুরু করেছে মিল খোঁজার জন্য। এরকম শত শত সিনেমা নির্মাতারা কাল্পনিক গল্প তৈরী করে দর্শকের মনোরঞ্জনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করতেন। তার মধ্যে কাকতালীয়ভাবে মিলে যায় এই চার সিনেমা। বলা যায়, অনেকটা ভবিষ্যতবাণীর মতো ১. Outbreak 1995, ২. Contagion 2011, ৩. Flu 2013, ৪. Virus 2019 । এখন অপেক্ষা, কবে কিভাবে এই অদৃশ্য শক্তির অবসান হয়ে পৃথিবী আবার শান্ত হবে। আবার মানুষগুলো স্বস্তিতে থাকবে, আর এ থেকে শিক্ষা নিয়ে সকল দলাদলি আর যুদ্ধ যুদ্ধ খেলার সমাপ্তি ঘটবে।

Like
Like Love Haha Wow Sad Angry
15

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *