fbpx
হোম প্রবাস লেবাননে কাজ করেও বেতন নাই, করোনায় অসহায় শ্রমিকেরা
লেবাননে কাজ করেও বেতন নাই, করোনায় অসহায় শ্রমিকেরা

লেবাননে কাজ করেও বেতন নাই, করোনায় অসহায় শ্রমিকেরা

0

তাই নিজ দেশে ফিরে আসতে চায় লেবাননে থাকা বংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকেরা। করোনার ভয়াবহতার কারনে অনেক পরিবার তাদের বিদেশি গৃহকর্মীকে নিয়োগদাতা এজেন্সির কাছে ফেরত পাঠাচ্ছে।

এমনকি তাদের দেশে ফেরত পাঠানোর খরচও তারা দিতে রাজি নয়। আবার অনেক গৃহকর্মী দীর্ঘদিন বেতন না পেয়ে পালিয়ে আসছে এবং নিজ দেশের দূতাবাসে ধরনা দিচ্ছে দেশে আসতে।

লেবাননের জাতীয় মানবধিকার কমিশনের সদস্য বাসাম কানতার বলেন, লেবাননে র‌্যামকো কোম্পানিতে পরিচ্ছন্নতা কাজে থাকা বাংলাদেশের শ্রমিকরা এখনও তাদের পাওনা টাকার জন্য অপেক্ষা করছে। তাদের সঙ্গে কম্পানির চুক্তি ছিল লেবাননের মুদ্রায় নয় বরং ডলারে মুজরি প্রদান করা হবে। কিন্তু তা না পেয়ে গত সপ্তাহে এক ডজনের ওপর শ্রমিক কম্পানির অফিসে বিক্ষোভ করে। বাসাম কানতার বলেন, শ্রমিকদের প্রতি কম্পানির আচরণ আধুনিক দাস প্রথার মতো।

এদিকে দেশটির জেনারেল ডিরেক্টোরেট অব জেনারেল সিকিউরিটির পক্ষ থেকে গত শনিবার ঘোষণা দেয়া হয়েছে, যে সব বিদেশী শ্রমিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চায় তাদের যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ওই সব দেশের দূতাবাস বা সংশ্লিষ্ট বিভাগের

একটি সূত্র জানায়, সিরিয়ার অনেক নাগরিক খোলা আকাশের নীচে থাকছে। তাদের খাবার বা পানি কিছুই নেই। তারা অনাহারে আছে। লেবানন তাদের জন্য কিছুই করতে পারছে না, অন্যদিকে তাদের সরকারও ফেরত নিচ্ছে না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *