fbpx
হোম ক্রীড়া কোয়ারেন্টাইনে থেকেও করোনার বিরুদ্ধে সাকিব’র যুদ্ধ
কোয়ারেন্টাইনে থেকেও করোনার বিরুদ্ধে সাকিব’র যুদ্ধ

কোয়ারেন্টাইনে থেকেও করোনার বিরুদ্ধে সাকিব’র যুদ্ধ

0

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রে যার প্রভাব এখন চরম পর্যায়ে। বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়দের মতো সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্রে থেকেই এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে।

বাংলাদেশের প্রিয় মুখ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন। শুধু কোয়ারেন্টাইনে রয়েছেন এমনটা নয় । সেখানেও তিনি কাজ করছেন মানুষের জন্য ।

‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নিয়ে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে ২ হাজার দুস্থ পরিবারকে সাহায্য করেছে এই সংস্থা। জানা যায়, কনফিডেন্স গ্রুপের সঙ্গে একত্রিত হয়ে সাকিবের ফাউন্ডেশন কাজ করছে। যার মাধ্যমে শনাক্তকরণ কিট দিতে যাচ্ছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বিষয়টি তুলে ধরে  লিখেছেন ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ “সাকিব আল হাসান ফাউন্ডেশন”–এর সঙ্গে মিলে সর্বমোট ২০ লাখ টাকার একটি তহবিল গঠনে সহায়তা করেছে। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনা শনাক্তকরণ কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *