fbpx
হোম গণমাধ্যম বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

0

উৎসবমুখর আমেজে অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বার্ষিক নির্বাচন।

নির্ধারিত ছয়টি পদে নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে এসএ টিভি প্রতিনিধি সিরাজুল হক, সিনিয়র সহ সভাপতি পদে এনটিভি প্রতিনিধি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক পদে খোলা কাগজ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও অর্থ সম্পাদক পদে নতুন ফেনী প্রতিনিধি মুহাম্মাদ ইছমাইল নির্বাচিত হন।

নির্বাচিত পরিষদ ও সাধারণ সদস্যদের নিয়ে রবিবার (১০ নভেম্বর) রাতে সংগঠনের জরুরি সভার মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সহ সভাপতি পদে যমুনা টিভি প্রতিনিধি রফিক উল্লাহ, সহ সভাপতি পদে বাংলা টিভি প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববিকে মনোনীত করা হয়।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সম্পাদক সনজিত কুমার শীল, সহ সম্পাদক মোদাচ্ছের শাহ, সহ সম্পাদক আবদুল আলীম সাইফুল, সহ সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন রণি, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক জুমন, প্রচার সম্পাদক চেঞ্জ টিভি আমিরাত প্রতিনিধি মুহাম্মদ শাহ জাহান, প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ বশিরুজ্জামান, দপ্তর সম্পাদক ইশতিয়াক আসিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ওসমান চৌধুরী এবং নির্বাহী সদস্য শিবলী আল সাদিক, সৈয়দ খুরশেদ আলম, শামসুল হক ও জাহিদ হোসেন মনোনিত হন।

এর আগে গত ৮ নভেম্বর শুক্রবার শারজাস্থ বাংলাদেশ সমিতি কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ সমিতির সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ সমিতির ফুজাইরার সভাপতি প্রকৌশলী মাসুদুল আলম ও বাংলাদেশ সমিতি শারজা’র সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি। বেলা ২ টা থেকে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দীর্ঘ ভোট গণনা শেষে সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচন কমিশনারগণ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের বিপরীতে প্রত্যেক পদে যথাক্রমে সভাপতি পদে যমুনা টিভি প্রতিনিধি রফিক উল্লাহ, সিনিয়র সহ সভাপতি পদে বাংলাটিভি প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সনজিত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক পদে মহিউল করিম আশিক ও অর্থ সম্পাদক পদে জিয়াউল হক জুমন নির্বাচনে প্রার্থী ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *