fbpx
হোম জাতীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস আসার আগেই সবাই যেন একসঙ্গে অনেক পণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে না পড়ে। পণ্য সরবরাহের একটি ধারাবাহিকতা থাকে। কেউ যদি একসঙ্গে অনেক পণ্য কিনে জমা রাখে তাহলে বাকিদের ওপর চাপ পড়ে। আমাদের কাছে সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, তাই দাম বাড়ার কোনো কারণ নেই।

শুক্রবার চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার মনিটরিং করছে। তাদের কাজে সারাদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই পণ্য মজুদ করা হবে, সেখানেই ব্যবস্থা নেবে প্রশাসন। এ কাজে র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, ডলারের কারণে শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে। এ কারণে সরকার সাশ্রয়ী মূল্যে দেশের ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা দিচ্ছে। রমজান মাসে যে খাদ্য সামগ্রী দরকার, তা আমাদের কাছে আছে।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *