fbpx
হোম ক্রীড়া গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন রোনালদো
গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন রোনালদো

গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন রোনালদো

0

আয়ারল্যান্ড ম্যাচের আগে ইরানের আলী দাইয়ির সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন ৩৬ বছর বয়সী তারকা। দেশের হয়ে দু’জনেরই গোল সংখ্যা ছিল ১০৯। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করা মাত্রই আলী দাইয়িকে টপকে এককভাবে রেকর্ড নিজের দখলে নেন রোনালদো।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড সম্পর্কে বলেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ জানাই। বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি পাওয়া সবসময় আনন্দের। চলুন আরও রেকর্ড গড়ার চেষ্টা করি!

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করে ইরানের আলি দাইকে ছুঁয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে বুধবার রাতে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে আলি দাইকে ছাপিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নেন পর্তুগিজ মহাতারকা।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেয়ার পর ইন্সটাগ্রামে রোনালদো বললেন, এটা আমার জন্য বিশেষ কিছু। পিছিয়ে থাকা দলকে জোড়া গোল করে সমতার স্বস্তি এনে দিলেন। আলি দাইয়ের রেকর্ড ভেঙে উঠলেন আরেকটি রেকর্ডের চূড়ায়। দলের জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলের পরই শূন্যে লাফিয়ে ট্রেডমার্ক উদযাপনে মাতেন পর্তুগিজ ফরোয়ার্ড। আবেগের সীমাহীন উচ্ছ্বাসে জার্সি খুলে হলুদ কার্ডও দেখেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *