fbpx
হোম আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি করায় দুই ভারতীয় সেনা গ্রেফতার করলো পাকিস্তান
গুপ্তচরবৃত্তি করায় দুই ভারতীয় সেনা গ্রেফতার করলো পাকিস্তান

গুপ্তচরবৃত্তি করায় দুই ভারতীয় সেনা গ্রেফতার করলো পাকিস্তান

0

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে।ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাঞ্জাব পুলিশ তাদের গ্রেফতার করেছে।ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রেফতারকৃত দুই জন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। অমৃতসরের চেচা গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিল।পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই-এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েকশ’ নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। দাফতরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার।গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদকপাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে বলে জানা গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *