fbpx
হোম বিনোদন এ আর রহমানের পিয়ানো বাড়ি !
এ আর রহমানের পিয়ানো বাড়ি !

এ আর রহমানের পিয়ানো বাড়ি !

0

কঠোর পরিশ্রমেই নিজের স্বপ্নপূরণ করে তুলেছেন জনপ্রিয় গায়ক এ আর রহমান।  অনুরাগীদের কাছে তিনি তাই অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

গানের জন্য মাঝে মধ্যেই বিভিন্ন শহরে যেতে হয় তাকে। সবচেয়ে বেশি যাতায়াত রয়েছে লস অ্যাঞ্জেলসে। তাই দেশের পাশাপাশি লস অ্যাঞ্জেলসেও একটি বাড়ি রয়েছে তার। তেমনই চেন্নাই এবং মুম্বইয়েও তার একটি করে বাড়ি রয়েছে। কোনও গানে সুর দেওয়ার আগে প্রচণ্ড মনোযোগ প্রয়োজন। চেন্নাইয়ের বাড়ির অন্দরমহল তার জন্য উপযুক্ত। পরিবেশও তেমনই শান্ত।

এই বাড়ির মধ্যে মিউজিক স্টুডিও গড়ে তুলেছেন তিনি। একই ভাবে তার লস অ্যাঞ্জেলসের বাড়িতেও রয়েছে স্টুডিও। চেন্নাইয়ের বাড়িটির বৈঠকখানাতে চামড়ার আরামদায়ক বড় সোফা রয়েছে। বাড়িটিই যেন একটি পিয়ানো। যার সামনে আবার বসার ব্যবস্থাও রয়েছে।

চেন্নাই এবং লস অ্যাঞ্জেলসে বাড়িটির মূল্য কত জানা যায়নি, তবে তার মুম্বইয়ের বাড়িটির মূল্য ১৫ কোটি টাকা। ২০০১ সালে বাড়িটি কিনেছিলেন তিনি। এ ছাড়া জাগুয়ার, মার্সিডিজসহ একাধিক দামি গাড়ি রয়েছে তার।

মাত্র চার বছর বয়সে কিবোর্ড বাজানো শিখে ফেলেছিলেন তিনি। তার পরই সুরের জগতের প্রতি আলাদা ভালোবাসা অনুভব করতে শুরু করেন তিনি। নয় বছর বয়সে তার বাবার মৃত্যু হয়। খেলাধুলা করার সেই বয়সেই পরিবারের সমস্ত ভার কাঁধে তুলে নিতে হয় তাকে।

পরবর্তীকালে ‘রুটস’ নামে একটি গানের ব্যান্ডের সঙ্গে তিনি যুক্ত হন। ওই ব্যান্ডে কিবোর্ড বাজাতেন তিনি। সেখান থেকে যা উপার্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন। ২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়র’ এর সৌজন্যে তিনি অস্কার পান। তারপরই তার ক্যারিয়ার একেবারে শিখরে পৌঁছে যায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *