fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলন; ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলন; ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলন; ১ লাখ টাকা জরিমানা

0

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের আব্দুস সালামের ছেলে ড্রেজার ব্যবসায়ী জব্বার মিয়াকে ৫০,০০০/- টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. ইয়াসির আরাফাত এই দণ্ড দেন। এই সময় তিনি উপজেলার চেঙ্গা পাড়া গ্রামে ১ টি ড্রেজার মেশিন ও বুল্লা গ্রামে ২ টি ড্রেজার মেশিন বিকল করে দেন।

অন্য আর একটি অভিযানে বিজয়নগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাহাড়পুর ইউনিয়ন এর আলি আহমদকে ৫০,০০০/- টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহবুবুর রহমান। এ সময় অবৈধ বালু তোলার মেশিনটি বিকল করে দেয়া হয়।

শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব কে. এম. ইয়াসির আরাফাত জানান “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০”র ধারা ৪ লংঘন করায় তারা এই অভিযান শুরু করেন। এমনকি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *