fbpx
হোম আন্তর্জাতিক বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮১১০ জনের মৃত্যু
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮১১০ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮১১০ জনের মৃত্যু

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ২৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ১১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ২৭১ জন। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭০ লাখ ২৪ হাজারের বেশি।

একদিনে এক হাজার ৫০৮ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ৯০ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৫৩ লাখের বেশি সংক্রমিত।

গত ২৪ ঘণ্টায় ৪২৬ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। নতুন ২৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৬৬ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৪ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১০৭ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৭ লাখ ০৩ হাজার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *