fbpx
হোম বিনোদন এবার মিশা-জায়েদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী ১৯ সংগঠনের
এবার মিশা-জায়েদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী ১৯ সংগঠনের

এবার মিশা-জায়েদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী ১৯ সংগঠনের

0

মিশা সওদাগর আর জায়েদ খানকে স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে এর আগে বাংলাদেশের চলচ্চিত্রের ১৯ টি সংগঠন বয়কটের ডাক দিয়েছিল। এবার এফডিসিতে এই দুইজনের প্রবেশ নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে যাচ্ছে এই ১৯ টি সংগঠন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেস্বর) ১৯ সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

খসরু বলেন, জায়েদ খান যেন এফডিসিতে ঢুকতে না পারেন সে জন্য এফডিসির এমডি বরাবর লিখিত আবেদন জানানো হবে। সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যায়কারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।

তিনি আরও বলেন, শিল্পী সমিতি থেকে বাদ পড়া ১৮৪ জন সদস্য জায়েদের ওপর নাখোশ। তারা অনেকদিন ধরে আন্দোলন করছে এ নিয়ে। তারা ক্ষেপে আছে। সদস্যপদ ফিরিয়ে না দিলে তারা যে কোনো সময়ে এফডিসিতে জায়েদের ওপর চড়াও হতে পারেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছি আমরা।

এছাড়াও অন্য এক সভায় চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও কাজী হায়াত থেকে শুরু করে বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক জায়েদ খান ও মিশা সওদাগরের রিুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন। এমনকি জায়েদ খানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া নিয়েও নানা প্রশ্নের কথা তুলে ধরেন তারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *