fbpx
হোম আন্তর্জাতিক সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্থাপন সময়ের ব্যাপার : ট্রাম্প জামাতা
সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্থাপন সময়ের ব্যাপার : ট্রাম্প জামাতা

সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্থাপন সময়ের ব্যাপার : ট্রাম্প জামাতা

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো মুখিয়ে আছে। তবে এমনটা ‘কবে’ ঘটবে তা তিনি জানাননি।

নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘বহু দেশ আমিরাত-ইসরায়েলের চুক্তির দিকে গভীরভাবে নজর রাখছে। এটা কীভাবে মানুষজন নেয়, তা দেখছে তারা। এই অঞ্চলের তরুণরা এই সম্পর্কের বিষয়ে খুবই উত্তেজিত। কিন্তু বয়োজ্যেষ্ঠদের মধ্যে কিছু সদস্য এখনও নস্টালজিয়ায় ভুগছেন এবং কোনও ঝুঁকি নিতে চান না।’ তিনি বলেন, তবে বাস্তবতা হচ্ছে এদের মধ্যে অধিকাংশ দেশই তাদের অর্থনীতি এগিয়ে নিতে চায়। তারা বুঝতে পেরেছে যে, এ থেকে নিজেদের বঞ্চিত করলে তারা ইরানের খেলায় জড়িয়ে যাবে, যেখানে তাদের ইচ্ছা একটি ভঙ্গুর এবং গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্য।

 

সূত্র: মিডল ইস্ট মনিটর

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *