fbpx
হোম ক্রীড়া মেসি’র বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে বার্সা সমর্থকদের প্রতিবাদ
মেসি’র বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে বার্সা সমর্থকদের প্রতিবাদ

মেসি’র বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে বার্সা সমর্থকদের প্রতিবাদ

0

সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্তই বলা চলে, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। মঙ্গলবার (২৫ আগস্ট) এক ফ্যাক্সবার্তার মাধ্যমে বার্সেলোনা টিম ডিরেক্টরদের ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বার্সেলোনা ছেড়ে নতুন কোন ক্লাবে যাবেন মেসি?- তা এখনও নিশ্চিত নয়। তবে তাকে নেয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তিনটি দল; ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।

তবে মেসির বার্সেলোনা ছাড়ার খবর মানতে পারেননি ক্লাবটির ভক্ত-সমর্থকরা। মঙ্গলবার (২৫ আগস্ট) মেসির সংবাদ সম্মেলনের পর থেকেই ক্লাবের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের বাইরে এসে প্রতিবাদ জানিয়েছেন তারা। তখন তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও মাফলারে লেখা ছিল, ‘মেসি থাকো, বার্তেম্যু পদত্যাগ করো।’ কিন্তু বেশিক্ষণ অবশ্য ন্যু ক্যাম্পের বাইরে প্রতিবাদ করতে পারেননি সমর্থকরা। কিছুক্ষণ পরই পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে। মূলত করোনাভাইরাস সতর্কতার কারণেই এক জায়গায় বেশি মানুষকে জড়ো হতে দেয়নি পুলিশ। তবু তার আগেই মেসির প্রতি নিজেদের সমর্থন জানিয়ে গেছেন ক্লাবটির ভক্তরা।

উল্লেখ্য, বার্সেলোনার বর্তমান ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যু। মেসির ক্লাব ছাড়ার পেছনে অন্যতম প্রধান কারণ বার্তেম্যু ও তার ক্লাব পরিচালকদের স্বেচ্ছাচারিতা ও অত্যধিক ব্যবসায়িক মনোভাব। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বার্তেম্যু পদত্যাগ না করার কারণেই মূলত মেসি ক্লাব ছাড়ার জন্য এমন তাড়াহুড়ো দেখাচ্ছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *