fbpx
হোম ক্রীড়া দুই তারকাকে সবার আগে বিক্রি করতে চায় বার্সেলোনা
দুই তারকাকে সবার আগে বিক্রি করতে চায় বার্সেলোনা

দুই তারকাকে সবার আগে বিক্রি করতে চায় বার্সেলোনা

0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। সেই হারের পর ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যু ঘোষণা দিয়েছিলেন বড়সড় পরিবর্তন আনা হবে ক্লাবে। যার অংশ হিসেবে বরখাস্ত করা হয়েছে হেড কোচ কিকে সেতিয়েন ও টিম ডিরেক্টর এরিক আবিদালকে।

শুধু টিম স্টাফ নয়, বার্সেলোনার নজর রয়েছে খেলোয়াড়দের ওপরও। বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। এমনও শোনা গিয়েছে, ক্লাবের বেশিরভাগ পরিচালকই চান দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছেড়ে দিতে। তবে এখনের খবর হলো, বিক্রি করার তালিকায় সবার আগে রয়েছে দুই তারকা লুইস সুয়ারেজ ও ইভান রাকিটিচের নাম। সেতিয়েনের বদলে বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার রোনাল্ড কোম্যানকে। তিনি দায়িত্ব নিয়েই জানিয়েছেন, দলের বয়স্ক খেলোয়াড়দের বিদায় করে তরুণ প্রতিভাদের নিয়ে নতুন মৌসুমের পরিকল্পনা সাজাবেন। তারই অংশ হিসেবে সুয়ারেজ ও রাকিটিচকে বিক্রি করে দেয়ার আলোচনা জোরালো হয়েছে। কেননা গত দুই মৌসুম ধরেই ঠিক বার্সেলোনার মানের মতো খেলতে পারছেন না সুয়ারেজ। তাকে নেয়ার জন্য আগ্রহী রয়েছে তার সাবেক ক্লাব আয়াক্স। এছাড়া আমেরিকার মেজর লিগ সকারেও যেতে পারবেন তিনি।

অন্যদিকে ২০১৯ সালের শুরু থেকেই ঠিক ছন্দে নেই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। ফলে তাকে ছেড়ে দেয়ার দিকেই বেশি আগ্রহী বার্সেলোনা। স্পেনেরই আরেক ক্লাব সেভিয়ায় নাম লেখাতে পারেন ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার।

সুয়ারেজ-রাকিটিচ ছাড়াও দুই ডিফেন্ডার জর্ডি আলবা এবং জেরার্ড পিকেকেও বিক্রি করে দেয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু বার্সেলোনা এখনই তাদের ছাড়তে রাজি নয়। কেননা ২০১৯-২০ মৌসুমের অন্যতম ধারাবাহিক খেলোয়াড় ছিলেন পিকে এবং আলবার সঙ্গে গত মৌসুমেই ২০২৪ সালের জুন মাস পর্যন্ত নতুন চুক্তি করেছে ক্লাবটি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *