fbpx
হোম আন্তর্জাতিক ভারতে ভেজাল মদপানে প্রাণ গেল ৮৬ জনের
ভারতে ভেজাল মদপানে প্রাণ গেল ৮৬ জনের

ভারতে ভেজাল মদপানে প্রাণ গেল ৮৬ জনের

0

ভেজাল মদপান করে বিগত কয়েকদিনে ভারতের পাঞ্জাব প্রদেশে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) শতাধিক জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও জব্দ করেছে বিপুল পরিমাণ মদ।

পাঞ্জাবের সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার ধারে কিংবা স্থানীয়ভাবে তৈরি ভেজাল এসব মদপানে ভারতে প্রতিবছর শত শত মানুষের প্রাণহানি ঘটে। শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ভেজাল মদ খেয়ে এত মানুষের প্রাণহানির ঘটনায় একটি তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

অবৈধ এসব মদ একসাথে অনেক তৈরি করা হয়। তারপর সেগুলো রাস্তার পাশের ছোট ছোট দোকানগুলোতে অবৈধভাবে বিক্রির মাধ্যমে পৌঁছায় স্থানীয় বাসিন্দাদের হাতে। তারা সেগুলো খেলে অনেকেই আর বেঁচে থাকার সুযোগ পান না। ভেজাল মদ প্রস্তুতকারকরা মাঝে মধ্যেই এসব মদে মিথানল মিশিয়ে থাকেন। এটি অ্যালকোহলের একটি অত্যধিক বিষাক্ত রূপ যা কখনও কখনও এর শক্তি বাড়ানোর জন্য মদের মিশ্রণে অ্যান্টি-ফ্রিজ হিসেবে ব্যবহৃত হয়। যদি অল্প পরিমাণেও খাওয়া হয় তবে মিথানল অন্ধত্ব, লিভার অচল এবং মৃত্যুর কারণ হতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবারও মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ১০ জনের মৃত্যু হয়। ভারতে ভেজাল মদ পাওয়া যায় সাধারণত গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে। আর এসব মদ খেয়ে গ্রামীণ এলাকাগুলোতেই মৃত্যুর ঘটনা বেশি ঘটে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *