fbpx
হোম অন্যান্য প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক-কর্মচারীদের আকুল আবেদন
প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক-কর্মচারীদের আকুল আবেদন

প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক-কর্মচারীদের আকুল আবেদন

0

করোনায় দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল সমুহের দুর্দশাগ্রস্থ শিক্ষক- কর্মচারীদের জন্য সরকারের নিকট আপদকালীন সহায়তা কামনা করে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ।

রবিবার (১০ মে) সকাল ১০ টায় সিরাজগঞ্জে পরিষদের অস্থায়ী কার্যালয় জুয়েলস্ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সামাজিক দুরত্ব মেনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি উত্থাপন করে লিখিত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ বরকত উল্লাহ।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব-মোঃ মফিজুল আলম জোয়ার্দার, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া ইসলাম ঠাণ্ডু প্রমূখ। এসময় সিরাজগঞ্জের সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার প্রভাবে মার্চ মাসের ১৭ তারিখ থেকে সকল স্কুল বন্ধ রয়েছে; বিধায় ব্যক্তি মালিকানাধীন, কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের মাসিক বেতনের ওপর নির্ভরশীল এ সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত জেলার ৭০০ স্কুলের ১০ হাজার শিক্ষক-কর্মচারী চরম অভাব অনটনে দুর্বিসহ জীবন-যাপন করছেন।তারা এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়েছেন তাদের পাশে দাড়ানোর জন্য।

তাদের দাবির মধ্যে ছিলঃ ১. করোনার কারনে স্কুল বন্ধ থাকাকালীন প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য মাসিক ৭ হাজার টাকা বেতন প্রদানের ব্যবস্থা। ২. তাদের জন্য রেশনের ব্যবস্থা করা ৩. স্কুল বন্ধ থাকাকালীন স্কুল ভবনের/জায়গার ভাড়া মওকুফ বা বাস্তবসম্মত ব্যবস্থা করা। এবং ৪. স্বল্প সুদে মধ্য মেয়াদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা।

এর আগে চেঞ্জ টিভিতে তাদের দু:খ দুর্দশার কথা তুলে ধরে একটি ভিডিও চিত্র প্রচারিত হয়। যেখানে উঠে আসে শিক্ষকদের কষ্টে থাকা দিনানিপাতের কথা। লিংক…https://www.youtube.com/watch?v=RwbaontDp3s&t=926s

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *