fbpx
হোম জাতীয় সরকারি ছুটি বাড়ছে আরও ১১ দিন
সরকারি ছুটি বাড়ছে আরও ১১ দিন

সরকারি ছুটি বাড়ছে আরও ১১ দিন

0

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি আরো বাড়ানো হচ্ছে।

ছুটি ১১ দিন বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হচ্ছে। এ বিষয়ে ১০ এপ্রিল, শুক্রবার জনপ্রশাসন  মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সারসংক্ষেপ (প্রস্তাব) আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আজই আদেশ জারি হতে পারে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিতে যাচ্ছে। মানুষকে ঘরের মধ্যে রাখতে ছুটি অবশ্যই বাড়াতে হবে।

এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর পরদিন পয়লা বৈশাখের ছুটি। এবার নতুন করে বাড়ছে ছুটির মেয়াদ।

Like
Like Love Haha Wow Sad Angry
34

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *