fbpx
হোম ক্রীড়া কঠোর নিরাপত্তায় পাকিস্তানে বাংলাদেশ দল
কঠোর নিরাপত্তায় পাকিস্তানে বাংলাদেশ দল

কঠোর নিরাপত্তায় পাকিস্তানে বাংলাদেশ দল

0

গতকাল রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল । এর আগে রাত ৮টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে করে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করে ।

নানা দরকষাকষির পর বহুল আলোচিত পাকিস্তান সফর এখন বাস্তবতা । এ সফরকে ঘিরে খেলার মাঠের চেয়ে নিরাপত্তা শঙ্কা নিয়েই আলোচনা হয়েছে বেশি । পাকিস্তানের গণমাধ্যম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, পাকিস্তানে বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ‘প্রেসিডেনসিয়াল নিরাপত্তা’ ব্যবস্থা নেয়া হয়েছে । পাকিস্তানের পুলিশও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তুলে ধরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম দফার তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে । লাহোর পুলিশ জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে মোট ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে । এর মধ্যে ১৭টি সুপার পুলিশ ডিভিশন এবং ৪৮টি ডেপুটি সুপার পুলিশ ডিভিশন নিরাপত্তার দায়িত্বে থাকবে । কর্মকর্তাদের মধ্যে ১৩৪ জন ইন্সপেক্টর এবং ৫৯২ জন উর্ধ্বতন সাব-অর্ডিনেট অফিসার দায়িত্ব পালন করবেন ।

২৪ জানুয়ারি হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ । ২৫ জানুয়ারি দ্বিতীয় এবং ২৭ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সফরকারীরা । মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশের সেরা সব ক্রিকেটারই পাকিস্তানে । তবে দলের সাত বিদেশি কোচিং স্টাফের পাঁচজনই সেখানে যাচ্ছেন না ।

তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ । প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরে আসবেন টাইগাররা । দ্বিতীয় ভাগে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবেন তারা । এরপর আবারও ফিরে আসবেন । পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা । এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা ।

পাকিস্তান সফরে সম্ভাব্য টি-টোয়েন্টি দলে যারা আছেন- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *