fbpx
হোম বিনোদন প্রতারণার বিরুদ্ধে আসিফ আকবরের সতর্কীকরণ পোষ্ট
প্রতারণার বিরুদ্ধে আসিফ আকবরের সতর্কীকরণ পোষ্ট

প্রতারণার বিরুদ্ধে আসিফ আকবরের সতর্কীকরণ পোষ্ট

0

সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার নাম ভাঙ্গিয়ে একটি চক্রের প্রতারণার বিরুদ্ধে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কীকরণ পোষ্ট করেছেন। সেটি হুবহু তুলে ধরা হলো…

‘একটি সতর্কীকরন পোষ্ট…

বিগো লাইভে এসে আমার নাম ভাঙ্গিয়ে সাধারন শ্রোতাদের সাথে প্রতারনা করে যাচ্ছে একটা টাউট। সেখানে সে চাঁদাবাজিসহ মানুষের সাথে দুর্ব্যবহার করছে নিয়মিত।
আমি বিগো লাইভে কখনো আসিনি, অতো সময়ও আমার হাতে নেই। সে মগবাজারের দুই কিমির মধ্যে থাকে। তাকে ট্র্যাক করা গেছে, ধরে ফেলবো দ্রুত।

আমার বত্রিশ লাখ ফ্যান সমৃদ্ধ ভেরিফায়েড ফেইসবুক পেইজ এর সাথে আরেকটি পারসোনাল আইডি আছে, সেটার ফলোয়ার প্রায় দুই লাখ। আমি কখনো কারো কাছ থেকে এই আইডি থেকে টাকা চাইনি। এক শ্রেনীর প্রতারক দীর্ঘদিন আমার নাম ভাঙ্গিয়ে সহজ সরল আসিফ প্রেমীদের কাছ টাকা নিচ্ছে বলে অনেক অভিযোগ এসেছে, এতে আমি বিব্রত। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে যথেষ্ট স্বচ্ছল, কোন অর্থ সাহায্যের প্রয়োজন নেই।আর ইনবক্সে প্রেমের ব্যাপারে সাবধান থাকুন, প্রস্তাবিত প্রেমিকের সঙ্গে প্রয়োজনে ভিডিও কলে কথা বলুন। আমার বেগম ইনবক্স চেক করে, আমি শুধু কাজের প্রয়োজনে ম্যাসেন্জার ইউজ করি।

কদিন আগে আমার ফ্যান পেইজ হ্যাকড্ হয়েছিলো, যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করেছি। মোট ৭১ জন হ্যাকারের নাম আর এ্যাড্রেস পেয়েছি। আমারটা যে হ্যাক করেছে সে টাঙ্গাইলের ছেলে, বয়স অত্যন্ত কম হওয়াতে মামলা করিনি। আমি চাইনি এই ছাত্রজীবনে সে এবং তার পরিবার দীর্ঘমেয়াদী ঝামেলায় পড়ুক।আমি চাই সে তার মেধাকে ভাল কিছুতে ইনভল্ব করুক। তবে তাকে দেখতে যাবো ঐ এলাকায় গেলে। আর ভবিষ্যতে হ্যাকিংয়ে ধরা পরলে ভয়াবহ পরিস্থিতি ফেইস করতে হবে, একবার সুযোগ দিলাম।

মেধাবী এবং উচ্চবংশীয় টাউট বাটপারের চারনভূমি এই তামা’র বাংলাদেশ।আসুন অনিচ্ছাসত্ত্বেও জুয়াড়ী’র সাথে কথা বলে শাস্তি পাই এবং ক্যাসিনো খেলে বীর হয়ে যাই।ডিজিটাল টাউট হতে সাবধান থাকুন, বুদ্ধিমান হউন, সঠিক কাজটি করুন।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *