fbpx
হোম অন্যান্য চট্টগ্রাম মার্কেটে আগুন লেগে শত পরিবারের স্বপ্ন ছাই
চট্টগ্রাম মার্কেটে আগুন লেগে শত পরিবারের স্বপ্ন ছাই

চট্টগ্রাম মার্কেটে আগুন লেগে শত পরিবারের স্বপ্ন ছাই

0

চট্টগ্রামের কোতোয়ালি থানার জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটে আগুন লেগে অন্তঃত ১০০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইয়াসিন জানান, শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য আড়াই হাজার গেঞ্জি স্ক্রিন প্রিন্ট করেছেন। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ভোর চারটায় এসে দেখি সব শেষ। আজ গেঞ্জিগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল। দোকানের ক্যাশে ছিল আড়াই লাখ টাকা। তাও পুড়ে ছাই।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন জানান, জালালাবাদ ও শাহজালাল মার্কেটের দোতলার প্রায় ৮০টি দোকানের পণ্যসামগ্রী পুড়ে গেছে। এ ছাড়া জহুর মার্কেটের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে কম্বল, বেডশিট, আয়রন, অ্যামব্রয়ডারি, রেডিমেড গার্মেন্ট, শার্ট ছিল।

ব্লু বার্ডের মালিক আইয়ুব উজ জামান বলেন, ফোনে খবর পেয়ে পৌনে পাঁচটায় ছুটে আসি। দোতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলার শোরুমের রেডিমেড শার্ট দ্রুত বের করে আনি। আমার মতো জহুর হকার্সের ১ হাজারের বেশি দোকানের মালিক, কর্মচারী ছুটে এসেছেন।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল জানান, অগ্নিকাণ্ডের কারণে আজ শনিবার মার্কেট বন্ধ থাকবে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আগুনে জালালাবাদ মার্কেটের প্রায় ১০০টি এবং জহুর হকার্স মার্কেটের ২৫টি দোকান পুড়ে যাবার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে নারীপুরুষ ও শিশুর বিভিন্ন পোশাকের দোকান, কম্বলের গুদাম এবং ছোট টেইলারিং কারখানা আছে। চুরি ও কৌতূহলী মানুষের ভিড় ঠেকাতে কাজ করছে পুলিশ।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *